Posts

হাতকড়া

Image
হাতকড়াটা পরাতে চাই      তোমার হাতে, আমার মন চুরি করার        অপরাধে । সারারাত আমি জেগে থাকি      থাকি পাহাড়াতে, তোমাকে আমি ধরবো বলে      ঠিক হাতে না হাতে। ফাঁদ পেতেছি আমি ঠিক সময়ে     আমি যে ধরেবো ঠিক তোমায়, জালে তোমাকে একদিন পরতেই হবে     দেখবো চোর কিভাবে যে পালায়। যদি একবার ধরতে পারি ছাড়বো     না তোমাকে আর কোনোদিন, তখন তোমার চারিদিকে আমি     গোল করে দিয়ে দেবো যে গন্ডি, তোমার হাতে তখন না হয় আমি     ঠিক হাতকড়া পরাবো, করবো তোমায় তখন, আমার মনের     জেলখানায় বন্দি ।

তোমার প্রেমে

  তোমার পানে চাইছি আম        লাজুক হাসি হেসে, এ কোন মায়ায় পরলাম আমি        তোমায় যে ভালোবেসে । তোমার ওই ঠোঁট যেনো         আমার মনের কথা সব জানে, তোমার মনকে বোঝাও, সে যেনো         আমার কথাই শুধু মানে । তোমার চোখের চাহনি যেনো        আমার না বলা কথাগুলোকে বোঝে, দেখতে না পেলে আমাকে        মনে হয় তারা, বারে বারে খোঁজে। তোমার হৃদয় বড্ড নরম         কতোই না ভাবনাদের বোনে, দেখলে আমাকে, শান্ত হয় কিছুক্ষণ       আমার মনের কথাই, বুঝি সে শোনে। আমার দুরন্ত মন যখন এক মূর্হূতের         জন্য যায় থেমে, বুঝি সে তোমার জন্য অস্থির, কারণ         সে শুধুই তোমার প্রেমে ।

ঔষুধ

       ঔষুধ          দীবীর কুমার  তুমি হলে আমার মন খারাপের                ঔষুধ , আমার তিনবেলায় শুধু তোমাকেই                 চাই । আমি শুধু তোমাকে ভালোবাসাতে                  নয়, তোমাকে আঁকড়ে ধরেই বেঁচে থাকতে                  চাই । তুমি এমনোই একটি ঔষুধ, যার পাওয়ার                 খুবই বেশি, তোমাকে পেয়ে তাইতো আমি, থাকি সব               সময়েতেই খুশি । শরীর খারাপ হোক আমার, বা হোক না                 মনটা খারাপ, সুস্থ হয়ে উঠবো আমি, তোমার মতোন ঔষুধের              নেই যে কোনো জবাব।     ঔষুধ যতোই হোক না দামি, তা নিয়ে আমি             পরোয়া করিনা, তোমাকে ছাড়া আমার একদমই যে, ভালো লাগে না  ...

কত রাত

             কত   রাত       জেগেছি  শুধু            তোমার                               জন্যে         পরের        দিনের  কথা           ভাবিনি,     যেনো শুধু                               তুমিই ছিলে         আমার জীবনে          আর অন্য কারোর কথা  মনেই রাখিনি,   তোমায় নিয়ে ভাবতাম সারাক্ষণ     যেন তোমার কাছেই জমা রেখেছিলাম আমার          মন। তোমার প্রেমে ধরা পড়ে গিয়েছিলাম             তাই আর কিছুই চাইনি , আজ                  শুধু তুমিই পাশে আছো     ...

Title - Spring /// বসন্ত

Image
শিরোনাম -- বসন্ত  কলমে -- দীবীর কুমার                ' বসন্ত '            দীবীর কুমার    শীত পেরিয়ে বসন্তের আসা    কোকিলের ভাকে ঘুম থেকে ওঠা,    শিশির ভেজা সকাল বেলা লাগে খুব ভালো    আর ভালো লাগে, বসন্তের গান আর   মিষ্টি রোদের আলো।    বসন্তকে কার না ভালো লাগে    চারিদিকে বসন্ত উৎসবের আদল,   আজ আমাদের নেড়াপোঁড়া    কাল আমাদের দোল।    বসন্ত কালটা আমার    লাগে খুব মিষ্টি, কোকিল কালো হলেও    গলাটা অসাধারণ সৃষ্টি।      প্রতিবারই বসন্তে নিজেকে নতুন করে    খুঁজে পাই, মাঝে মাঝে মনে হয়, একাই    বসন্তের সাথে যেন হারিয়ে যাই।        ============================== Title - Spring  Kalme - Dibir Kumar  'Spring'  Dibir Kumar  Winter is over and spring is coming  Cuckoo's waking up,  Dew wet morning...

Wings / ডানা

Image
            ডানা       দীবীর কুমার  ইচ্ছা করে ডানা মেলে উড়ে যাই  তোমার কাছে , এক জোড়া ডানা বানাতে দিয়েছি  ভগবানের কাছে।  ডানাগুলো পেতে এখনো অনেক দেরি  বলেছি একটু দরকার আছে,  ডানাগুলো হাতে পেয়ে গেলে উড়ে যাবো  ঠিক তোমার কাছে।  ভাবছি এখন কেমন হবে সেগুলো  কতোটা ছোটো কতই বা বড়,  বইতে পারবে তো সে আমায়  সইতে পারবে সে আমার ওজন, তেমন যদি হয় এক জোড়ার বদলে  না হয় অর্ডার দেবো একডজন।  অপেক্ষার বাঁধ ভেঙ্গে যাচ্ছে  থাকতে পারছি না আর,  ডানাগুলো আসবে কতক্ষণ  সেগুলো এক্ষুণি দরকার।  ডানাগুলো যদি পেয়ে যাই হাতে  একটুও দেরি করবো না পাছে,  তুমি চোখ মেলে দেখবে আমি  সেই ডানায় উড়ে তোমার কাছে।  ...................................................................... English Translation Wings  Dibir Kumar  I want to fly with wings  To you  I made a pair of wings  To God.  It's too late to get the wings  I said I nee...

The First Teacher / প্রথম শিক্ষিকা

Image
       প্রথম শিক্ষিকা              দীবীর কুমার  মা'ই হলো আমার জীবনের        প্রথম শিক্ষিকা,  মাকে দেখে দেখে আমার বড়ো        হয়ে ওঠা । যা কিছু ঠিক ভুল সবই মায়ের        থেকে শেখা, কোথায় একটা মিলে যায় আমাদের        দুজনার ভাগ্যরেখা।  মায়ের হাত দিয়ে আমার হাতেখড়ি        অ আ ক খ ইত্যাদি,  মা রান্ন করা শেখানোর সময় বলে দেয়        কোন মশলা কতটা দিবি।  ছোটো বড়োর জ্ঞান শিখিয়েছে মা         সব মানুষই সমান,  একজন গরীব দিন মজুরও খেটে খায়        তাকে করোনা কিন্তু অপমান।  ভুল করেও কষ্ট দিলে মাকে চোখে        জল ফেলে,  ঝগড়া করলে মায়ের সাথে অভিমানে        অনেক কিছু বলে ফেলে।  মান অভিমান করে মা বলে সেই তো একদিন         মাকে ভুলে যাবি রে ছোরা,  যতই জীবনে ছন্দপতন ঘটুক ...