হাতকড়া
হাতকড়াটা পরাতে চাই তোমার হাতে, আমার মন চুরি করার অপরাধে । সারারাত আমি জেগে থাকি থাকি পাহাড়াতে, তোমাকে আমি ধরবো বলে ঠিক হাতে না হাতে। ফাঁদ পেতেছি আমি ঠিক সময়ে আমি যে ধরেবো ঠিক তোমায়, জালে তোমাকে একদিন পরতেই হবে দেখবো চোর কিভাবে যে পালায়। যদি একবার ধরতে পারি ছাড়বো না তোমাকে আর কোনোদিন, তখন তোমার চারিদিকে আমি গোল করে দিয়ে দেবো যে গন্ডি, তোমার হাতে তখন না হয় আমি ঠিক হাতকড়া পরাবো, করবো তোমায় তখন, আমার মনের জেলখানায় বন্দি ।