Title - Spring /// বসন্ত


শিরোনাম -- বসন্ত 
কলমে -- দীবীর কুমার 

              ' বসন্ত '
           দীবীর কুমার 

  শীত পেরিয়ে বসন্তের আসা 
  কোকিলের ভাকে ঘুম থেকে ওঠা, 
  শিশির ভেজা সকাল বেলা লাগে খুব ভালো 
  আর ভালো লাগে, বসন্তের গান আর
  মিষ্টি রোদের আলো। 

  বসন্তকে কার না ভালো লাগে 
  চারিদিকে বসন্ত উৎসবের আদল,
  আজ আমাদের নেড়াপোঁড়া 
  কাল আমাদের দোল। 

  বসন্ত কালটা আমার 
  লাগে খুব মিষ্টি, কোকিল কালো হলেও 
  গলাটা অসাধারণ সৃষ্টি। 
 
  প্রতিবারই বসন্তে নিজেকে নতুন করে 
  খুঁজে পাই, মাঝে মাঝে মনে হয়, একাই 
  বসন্তের সাথে যেন হারিয়ে যাই। 


      ==============================



Title - Spring

 Kalme - Dibir Kumar


 'Spring'

 Dibir Kumar


 Winter is over and spring is coming

 Cuckoo's waking up,

 Dew wet morning is very good

 And it feels good, spring songs anymore

 Sweet sunshine.


 Who doesn't like spring?

 Like the spring festival all around,

 Today is our day

 Tomorrow is our swing.


 Spring is mine

 It looks very sweet, even though the cuckoo is black

 The throat is a wonderful creation.



 Rejuvenate yourself every spring

 I find, sometimes it seems, alone

 Let's get lost with spring.

Comments