ঔষুধ

     ঔষুধ 

        দীবীর কুমার 

তুমি হলে আমার মন খারাপের
               ঔষুধ ,
আমার তিনবেলায় শুধু তোমাকেই
                চাই ।

আমি শুধু তোমাকে ভালোবাসাতে
                 নয়,
তোমাকে আঁকড়ে ধরেই বেঁচে থাকতে
                 চাই ।

তুমি এমনোই একটি ঔষুধ, যার পাওয়ার
                খুবই বেশি,
তোমাকে পেয়ে তাইতো আমি, থাকি সব
              সময়েতেই খুশি ।

শরীর খারাপ হোক আমার, বা হোক না
                মনটা খারাপ,
সুস্থ হয়ে উঠবো আমি, তোমার মতোন ঔষুধের
             নেই যে কোনো জবাব।
   
ঔষুধ যতোই হোক না দামি, তা নিয়ে আমি
            পরোয়া করিনা,
তোমাকে ছাড়া আমার একদমই যে, ভালো লাগে না 
           থাকতেও তো পারি না ।

Comments