কত রাত
কত রাত জেগেছি শুধু
তোমার জন্যে
পরের দিনের কথা ভাবিনি,
যেনো শুধু তুমিই ছিলে
আমার জীবনে আর অন্য কারোর কথা
মনেই রাখিনি, তোমায় নিয়ে ভাবতাম সারাক্ষণ
যেন তোমার কাছেই জমা রেখেছিলাম আমার
মন। তোমার প্রেমে ধরা পড়ে গিয়েছিলাম
তাই আর কিছুই চাইনি , আজ
শুধু তুমিই পাশে আছো
তোমাকে ছাড়া
আর কিছুই
বুঝিনি।
Comments
Post a Comment