Posts

Showing posts from February, 2022

Wings / ডানা

Image
            ডানা       দীবীর কুমার  ইচ্ছা করে ডানা মেলে উড়ে যাই  তোমার কাছে , এক জোড়া ডানা বানাতে দিয়েছি  ভগবানের কাছে।  ডানাগুলো পেতে এখনো অনেক দেরি  বলেছি একটু দরকার আছে,  ডানাগুলো হাতে পেয়ে গেলে উড়ে যাবো  ঠিক তোমার কাছে।  ভাবছি এখন কেমন হবে সেগুলো  কতোটা ছোটো কতই বা বড়,  বইতে পারবে তো সে আমায়  সইতে পারবে সে আমার ওজন, তেমন যদি হয় এক জোড়ার বদলে  না হয় অর্ডার দেবো একডজন।  অপেক্ষার বাঁধ ভেঙ্গে যাচ্ছে  থাকতে পারছি না আর,  ডানাগুলো আসবে কতক্ষণ  সেগুলো এক্ষুণি দরকার।  ডানাগুলো যদি পেয়ে যাই হাতে  একটুও দেরি করবো না পাছে,  তুমি চোখ মেলে দেখবে আমি  সেই ডানায় উড়ে তোমার কাছে।  ...................................................................... English Translation Wings  Dibir Kumar  I want to fly with wings  To you  I made a pair of wings  To God.  It's too late to get the wings  I said I nee...

The First Teacher / প্রথম শিক্ষিকা

Image
       প্রথম শিক্ষিকা              দীবীর কুমার  মা'ই হলো আমার জীবনের        প্রথম শিক্ষিকা,  মাকে দেখে দেখে আমার বড়ো        হয়ে ওঠা । যা কিছু ঠিক ভুল সবই মায়ের        থেকে শেখা, কোথায় একটা মিলে যায় আমাদের        দুজনার ভাগ্যরেখা।  মায়ের হাত দিয়ে আমার হাতেখড়ি        অ আ ক খ ইত্যাদি,  মা রান্ন করা শেখানোর সময় বলে দেয়        কোন মশলা কতটা দিবি।  ছোটো বড়োর জ্ঞান শিখিয়েছে মা         সব মানুষই সমান,  একজন গরীব দিন মজুরও খেটে খায়        তাকে করোনা কিন্তু অপমান।  ভুল করেও কষ্ট দিলে মাকে চোখে        জল ফেলে,  ঝগড়া করলে মায়ের সাথে অভিমানে        অনেক কিছু বলে ফেলে।  মান অভিমান করে মা বলে সেই তো একদিন         মাকে ভুলে যাবি রে ছোরা,  যতই জীবনে ছন্দপতন ঘটুক ...

একদিন সব ঠিক হয়ে যাবে

Image
চেনা অচেনা অনেক মানুষ আজ হারিয়ে যাচ্ছে , জীবনের মাঠ আজ শূন্য হয়ে আসছে , খেলার যতো সঙ্গী সাথী ছিলো আজ তারা বেপাত্তা । সামনের রাস্তা আরো কঠিন হয়ে যাচ্ছে , গভীর হচ্ছে সমস্যাগুলো , লুকোতে হচ্ছে যতো ক্ষত চিহ্ন । সমস্যাগুলো সমাধান কিছুতেই করা যাচ্ছে না , রয়ে যাচ্ছে অসুবিধা পদে পদে । তুবুও যাদের নিশ্বাস চলছে , লড়তে হবে তাদের না দেখা যতো খলনায়কদের সাথে । হার মানলে তো চলবে না , একদিন ঠিক শুকিয়ে যাবে ঘা । যদিও বা পাই কখনো আঘাত , যতো সমস্যা আছে সব কিছুকেই করবো কুপোকাত ।  সবাই ভালোথাকবেন , নিজের নিজের খেয়ার রাখবেন । ধন্যবাদ সবাইকে ,                              ইতি , দীবীর কুমার ।