Wings / ডানা
ডানা দীবীর কুমার ইচ্ছা করে ডানা মেলে উড়ে যাই তোমার কাছে , এক জোড়া ডানা বানাতে দিয়েছি ভগবানের কাছে। ডানাগুলো পেতে এখনো অনেক দেরি বলেছি একটু দরকার আছে, ডানাগুলো হাতে পেয়ে গেলে উড়ে যাবো ঠিক তোমার কাছে। ভাবছি এখন কেমন হবে সেগুলো কতোটা ছোটো কতই বা বড়, বইতে পারবে তো সে আমায় সইতে পারবে সে আমার ওজন, তেমন যদি হয় এক জোড়ার বদলে না হয় অর্ডার দেবো একডজন। অপেক্ষার বাঁধ ভেঙ্গে যাচ্ছে থাকতে পারছি না আর, ডানাগুলো আসবে কতক্ষণ সেগুলো এক্ষুণি দরকার। ডানাগুলো যদি পেয়ে যাই হাতে একটুও দেরি করবো না পাছে, তুমি চোখ মেলে দেখবে আমি সেই ডানায় উড়ে তোমার কাছে। ...................................................................... English Translation Wings Dibir Kumar I want to fly with wings To you I made a pair of wings To God. It's too late to get the wings I said I nee...