একদিন সব ঠিক হয়ে যাবে
চেনা অচেনা অনেক মানুষ আজ হারিয়ে যাচ্ছে , জীবনের মাঠ আজ শূন্য হয়ে আসছে , খেলার যতো সঙ্গী সাথী ছিলো আজ তারা বেপাত্তা । সামনের রাস্তা আরো কঠিন হয়ে যাচ্ছে , গভীর হচ্ছে সমস্যাগুলো , লুকোতে হচ্ছে যতো ক্ষত চিহ্ন । সমস্যাগুলো সমাধান কিছুতেই করা যাচ্ছে না , রয়ে যাচ্ছে অসুবিধা পদে পদে । তুবুও যাদের নিশ্বাস চলছে , লড়তে হবে তাদের না দেখা যতো খলনায়কদের সাথে । হার মানলে তো চলবে না , একদিন ঠিক শুকিয়ে যাবে ঘা । যদিও বা পাই কখনো আঘাত , যতো সমস্যা আছে সব কিছুকেই করবো কুপোকাত ।
সবাই ভালোথাকবেন , নিজের নিজের খেয়ার রাখবেন ।
ধন্যবাদ সবাইকে ,
ইতি , দীবীর কুমার ।
Comments
Post a Comment