Posts

Showing posts from March, 2022

Title - Spring /// বসন্ত

Image
শিরোনাম -- বসন্ত  কলমে -- দীবীর কুমার                ' বসন্ত '            দীবীর কুমার    শীত পেরিয়ে বসন্তের আসা    কোকিলের ভাকে ঘুম থেকে ওঠা,    শিশির ভেজা সকাল বেলা লাগে খুব ভালো    আর ভালো লাগে, বসন্তের গান আর   মিষ্টি রোদের আলো।    বসন্তকে কার না ভালো লাগে    চারিদিকে বসন্ত উৎসবের আদল,   আজ আমাদের নেড়াপোঁড়া    কাল আমাদের দোল।    বসন্ত কালটা আমার    লাগে খুব মিষ্টি, কোকিল কালো হলেও    গলাটা অসাধারণ সৃষ্টি।      প্রতিবারই বসন্তে নিজেকে নতুন করে    খুঁজে পাই, মাঝে মাঝে মনে হয়, একাই    বসন্তের সাথে যেন হারিয়ে যাই।        ============================== Title - Spring  Kalme - Dibir Kumar  'Spring'  Dibir Kumar  Winter is over and spring is coming  Cuckoo's waking up,  Dew wet morning...