Posts

Showing posts from December, 2022

তোমার প্রেমে

  তোমার পানে চাইছি আম        লাজুক হাসি হেসে, এ কোন মায়ায় পরলাম আমি        তোমায় যে ভালোবেসে । তোমার ওই ঠোঁট যেনো         আমার মনের কথা সব জানে, তোমার মনকে বোঝাও, সে যেনো         আমার কথাই শুধু মানে । তোমার চোখের চাহনি যেনো        আমার না বলা কথাগুলোকে বোঝে, দেখতে না পেলে আমাকে        মনে হয় তারা, বারে বারে খোঁজে। তোমার হৃদয় বড্ড নরম         কতোই না ভাবনাদের বোনে, দেখলে আমাকে, শান্ত হয় কিছুক্ষণ       আমার মনের কথাই, বুঝি সে শোনে। আমার দুরন্ত মন যখন এক মূর্হূতের         জন্য যায় থেমে, বুঝি সে তোমার জন্য অস্থির, কারণ         সে শুধুই তোমার প্রেমে ।